
প্রকাশিত: Thu, Jun 20, 2024 11:01 AM আপডেট: Fri, May 9, 2025 7:05 AM
[১]ভারতে চা রপ্তানি শুরু, ধীরে ধীরে বাড়বে বলে আশাবাদ চা বোর্ডের
গোবিন্দ শীল: [২] বাংলাদেশের চা প্রধানত রপ্তানি হয় মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, পাকিস্তান ও ইতালীতে। এবার তালিকায় যুক্ত হলো পৃথিবীর অন্যতম চা উৎপাদনকারী দেশ ভারত।
[৩] চলতি ২০২৩-২৪ অর্থবছরে ভারতে মোট ১ লাখ ১১ হাজার কেজি চা রপ্তানি করা হয়েছে। প্রতি কেজিতে গড় রপ্তানি মূল্য পাওয়া গেছে ১১৩.৮৫ টাকা।
[৪] বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম আমাদের নতুন সময়কে বলেন, আমরা সামান্য পরিমাণে চা ভারতে রপ্তানি করতে শুরু করেছি। আশা করি ভবিষ্যতে আমরা আরও বেশি পরিমাণ চা রপ্তানি করতে পারব।
[৫] তবে ভারতে চা রপ্তানি সহজ কাজ নয়। সেখানে আগে নমুনা পাঠাতে হয়, নানারকম পেপারওয়ার্ক করতে হয় এবং বিভিন্ন স্থান থেকে অনুমতিপত্র সংগ্রহ করতে হয়।
[৬] চা বোর্ডের চেয়ারম্যান জানান, তিনি দায়িত্ব নেয়ার পর চা রপ্তানির পেপারওয়ার্ক অনেক সহজ করে দিয়েছেন।
[৭] তিনি বলেন, মাত্র ১১০০/১২০০ টাকার ট্রেজারি চালান দিয়ে আমি যোগ্য রপ্তানিকারককে অনুমতিপত্র দিচ্ছি। নিয়মগুলো অনেক সহজ করে দিয়েছি।
[৮] তিনি জানান, চা রপ্তানির ওপর ৩ শতাংশ ক্যাশ প্রণোদনা রয়েছে।
[৯] এদিকে এবছর ভারতের দার্জিলিং ও ডুয়ার্সে চা উৎপাদন কম হয়েছে বলে জানিয়েছে দ্য হিন্দু বিজনেস লাইন।
[১০] কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনসের (সিআইএসটিএ) সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী বলেন, দীর্ঘ ব্যবধানের পর মে মাসের শেষের দিকে এই অঞ্চলে মৌসুমের প্রথম বৃষ্টিপাত হয়েছে। আর এখন গত নয় দিন ধরে আমরা একটানা বৃষ্টি দেখছি, কোন রোদ নেই। ভারী বর্ষণ এবং সূর্যালোকের অভাব চা ঝোপের বৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করেছে।
[১১] তিনি জানান, এই অঞ্চলে, গত বছরের একই সময়ের তুলনায় চা উৎপাদন প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ কম হবার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের মোট চা উৎপাদনে ডুয়ার্স এবং তরাই প্রায় ৯৮ শতাংশ অবদান রাখে।
[১২] ভারতে উৎপাদন কমার প্রেক্ষাপটে বাংলাদেশের রপ্তানির সুযোগ বাড়বে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
